Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

যুবদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিকে রুমিন ফারহানার চিঠি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেন তিনি।অভিযোগে বলা হয়, গত ১১ জানুয়ারি শরীফপুর গ্রামে প্রয়াত খালেদা জিয়ার মিলাদ মাহফিলে রুমিন ফারহানার নাম নিয়ে অকথ্য ভাষায় বক্তব্য দিয়েছেন আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খ...

NP
Published: January 13, 2026, 03:44 PM
যুবদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিকে রুমিন ফারহানার চিঠি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ জমা দেন তিনি।

অভিযোগে বলা হয়, গত ১১ জানুয়ারি শরীফপুর গ্রামে প্রয়াত খালেদা জিয়ার মিলাদ মাহফিলে রুমিন ফারহানার নাম নিয়ে অকথ্য ভাষায় বক্তব্য দিয়েছেন আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ।  

'রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই' যুবদল নেতার এমন বক্তব্য দেওয়ার কথা চিঠিতে উল্লেখ করেছেন রুমিন ফারহানা।

তিনি লিখেছেন, এসব মন্তব্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শামিল এবং এর কারণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে জেলা রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানান তিনি।

লিখিত অভিযোগের সঙ্গে একটি ভিডিও লিঙ্কও সংযুক্ত করেছেন রুমিন ফারহানা।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিটি একজন বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে।'