গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় পুলিশের অভিযানে একটি সেমি অটোমেটিক বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক মো. আবদুল্লাহ আল মামুন (৩০) ওরফে মো. রতন লালমনিরহাট জেলার সদর উপজেলার খুটামারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানার ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন পশ্চিম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ওসি মেহেদী জানান, পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুর সরকারবাড়ি রোড এলাকায় সাবেক কাউন্সিলর রিপনের বাড়ির ভাড়াটিয়া সুজনের কক্ষ তল্লাশি করা হয়।
এ সময় কক্ষটির সিলিংয়ের ওপর থেকে একটি সেমি অটোমেটিক কালো রঙের ম্যাগাজিন সংযুক্ত বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বলে জানান ওসি মেহেদী।