দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রায় ৮০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল।
সংগঠনটির উদ্যোগে আজ শুক্রবার উপজেলার শালবাহান কইমারি মাঠে কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী অফিসার শাহীন আফরোজ খসরু।
এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ভলান্টিয়াররা।
স্টুডেন্ট কাউন্সিল জানায়, গত ১৬ বছর ধরে সংগঠনটি উত্তরবঙ্গের অসহায় শীতার্তদের পাশে থাকার এ উদ্যোগ চালিয়ে আসছে।
ভলান্টিয়াররা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে প্রকৃত অসহায়দের তালিকা তৈরির পর কম্বল বিতরণ করা হয় বলে সংগঠনটি জানিয়েছে।
আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।