Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বন্দুক হামলায় ‘সশস্ত্র ডাকাত’ নিহত

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদ্বন্দ্বী ডাকাত দলের বন্দুক হামলায় এক সন্দেহভাজন সশস্ত্র ডাকাতের মৃত্যু হয়েছে।আজ শনিবার সকালে ক্যাম্প এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বন্দুক হামলার ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে।নিহতের নাম নুর কামাল নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মো. কাউসার সিকদার দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, 'বাংলাদেশি খালিক গ্রুপ ও রোহিঙ্গা নুর কামাল গ্রুপের মধ্...

NP
Published: January 11, 2026, 09:28 PM
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বন্দুক হামলায় ‘সশস্ত্র ডাকাত’ নিহত

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদ্বন্দ্বী ডাকাত দলের বন্দুক হামলায় এক সন্দেহভাজন সশস্ত্র ডাকাতের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে ক্যাম্প এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বন্দুক হামলার ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে।

নিহতের নাম নুর কামাল নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মো. কাউসার সিকদার দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বাংলাদেশি খালিক গ্রুপ ও রোহিঙ্গা নুর কামাল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় খালিক গ্রুপের সদস্যরা নুর কামালের ওপর বন্দুক হামলা চালায়। ফলে নয়াপাড়া ক্যাম্প এলাকায় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।'

এক পর্যায়ে প্রতিপক্ষের গুলি ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন নুর কামাল। পরে ক্যাম্পের এনজিও পরিচালিত একটি হাসপাতালে তার মৃত্যু হয়,' যোগ করেন এডিআইজি কাউসার।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শনিবার সকালে নুর কামালের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

ওসি সাইফুল জানান, নুর কামালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও মাদক সংক্রান্তসহ মোট ১১টি মামলা রয়েছে।