কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তে মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক জেল। গোলাগুলির শব্দে টেকনাফ সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকার ওপার থেকে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নাফ নদীতে মাছ ধরার সময় এক জেলে গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ মো. আলমগীর (৩১) টেকনাফের হোয়াইক্যং বিজিবি ক্যাম্পসংলগ্ন বালুখালী গ্রামের বাসিন্দা। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার সকাল থেকে মিয়ানমার সীমান্তের ওপার থেকে রাইফেলের গুলির শব্দ পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে বড় ধরনের বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে।'
সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
বিজিবি কর্মকর্তা বলেন, 'সীমান্তের ওপারে সংঘর্ষ চলছে। একটি পক্ষ আরাকান আর্মি বলে জানা গেছে। তবে প্রতিপক্ষের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় আছে।'
আহত জেলের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে আলমগীর নাফ নদীতে মাছ ও কাঁকড়া ধরতে যান। এসময় মিয়ানমারের দিক থেকে আসা একটি গুলি আলমগীরের বাম হাতে লাগে।
গতকাল থেকে সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
হোয়াইক্যং এলাকার বাসিন্দা মোহাম্মদ শহীদ বলেন, 'শুক্রবার সকালে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জেলে গুলিবিদ্ধ হওয়ার খবরে মানুষ আতঙ্কে আছে।'
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, এলাকার মানুষ আতঙ্কিত অবস্থায় আছে। বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে আছে।