Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

তাসনিম জারার মনোনয়ন আপিলে বৈধ

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আপিল শুনানি শেষে এই রায় দেয় ইসি।শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর ইসি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। তিনি বলেন, 'নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।'তাসনিম জারা বলেন, 'গত এক সপ্...

NP
Published: January 11, 2026, 09:28 PM
তাসনিম জারার মনোনয়ন আপিলে বৈধ

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আপিল শুনানি শেষে এই রায় দেয় ইসি।

শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর ইসি প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসনিম জারা। 

তিনি বলেন, 'নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।'

তাসনিম জারা বলেন, 'গত এক সপ্তাহে অন্যরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। দেশ-বিদেশের অনেকেই শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। যখন রাস্তায় মানুষের সঙ্গে কথা বলছিলাম অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন, বলছেন- দোয়া করছেন।'

সেজন্য এ লড়াইয়ে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান তিনি। 

স্বতন্ত্র এই প্রার্থী বলেন, 'আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা, সেটার জন্য আবেদন করতে পারব। সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ। তারা আমাদের যুক্তিগুলো শুনেছেন। সর্বোপরি বলেছিলাম যে, আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের জনসমর্থন নিয়েই আগামী নির্বাচনে লড়াই করতে পারব।'

এর আগে, গত ৩ জানুয়ারি যাচাই-বাচাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

পরে ৫ জানুয়ারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি।

গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা।