Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

পুলিশের পোশাকে অস্ত্রের মুখে শিশুদের জিম্মি করে ডাকাতি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজ্রপুর ও ভালাইপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে।আজ মঙ্গলবার ভোর রাতে এসব ঘটনা ঘটে।কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সায়েম ইউসুফ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, ৪–৫ জন ডাকাত পুলিশের পোশাক পরে বজ্রপুর গ্রামের আবুল হোসেনের বাড়িতে প্রবেশ করে। সেসময় তারা আবুল হোসেনের নাতনিকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের অন্য সদস্যদের আলাদা কক্ষে আটকে রাখেন। প্রাণনাশের হুমকি দিয়ে ডাকাতরা নগদ প্রায় ৮ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে।অতিরিক্ত পুলিশ সুপ...

NP
Published: January 13, 2026, 03:44 PM
পুলিশের পোশাকে অস্ত্রের মুখে শিশুদের জিম্মি করে ডাকাতি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজ্রপুর ও ভালাইপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার ভোর রাতে এসব ঘটনা ঘটে।

কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সায়েম ইউসুফ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ৪–৫ জন ডাকাত পুলিশের পোশাক পরে বজ্রপুর গ্রামের আবুল হোসেনের বাড়িতে প্রবেশ করে। সেসময় তারা আবুল হোসেনের নাতনিকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের অন্য সদস্যদের আলাদা কক্ষে আটকে রাখেন। প্রাণনাশের হুমকি দিয়ে ডাকাতরা নগদ প্রায় ৮ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় আবুল হোসেনের পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা একজনকে আটক করে গণপিটুনি দেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে আজ ভোর রাতে ভালাইপুর গ্রামে কামাল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সেখানেও কামাল হোসেনের মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ ৮০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতরা।

অতিরিক্ত পুলিশ সুপার সায়েম ইউসুফ বলেন, কামাল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না।