পাবনার সুজানগর উপজেলায় সাগর শেখ (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে উপস্থিত জনতা।
আজ মঙ্গলবার দুপুরে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে উপজেলার তাঁতীবাঁধ রেলওয়ে স্টেশন এলাকার কাছে চোর অপবাদ দিয়ে তাকে মারধর শুরু করা হয়। মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
সাগর একই উপজেলার হাসামপুর গ্রামের মোশন শেখের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ফইম উদ্দিন বলেন, সোমবার রাতে ওই যুবক গ্রামের একটি বাড়িতে ঢুকেছিলেন। তবে গ্রামবাসী তাকে চোর সন্দেহে ধাওয়া করে। এক পর্যায়ে তাঁতীবাঁধ রেলওয়ে স্টেশন এলাকার কাছে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত যুবকের অপরাধ সংশ্লিষ্টতার কোনো তথ্য আছে কি না জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, 'তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে চুরির কোনো পূর্ব রেকর্ড পাওয়া যায়নি। আমরা আরও খোঁজ নিচ্ছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।'