Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার তাতিবন্দ এলাকায় এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খইম উদ্দিন।নিহত ব্যক্তির নাম সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫)। তিনি সুজানগর উপজেলার হাসামপুর গ্রামের মতিন শেখের ছেলে। সাগর পেশায় ভ্যানচালক ও কাঠমিস্ত্রি ছিলেন।ওসি বলেন, ভোর রাতে সাগর তাতিবন্দ গ্রামে যান। এ সময় গ্রামের একটি বাড়ির কাছে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় তিনি গরু চুরি...

NP
Published: January 13, 2026, 03:44 PM
পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

পাবনার সুজানগরে গরু চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার ভোরে উপজেলার তাতিবন্দ এলাকায় এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খইম উদ্দিন।

নিহত ব্যক্তির নাম সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫)। তিনি সুজানগর উপজেলার হাসামপুর গ্রামের মতিন শেখের ছেলে। সাগর পেশায় ভ্যানচালক ও কাঠমিস্ত্রি ছিলেন।

ওসি বলেন, ভোর রাতে সাগর তাতিবন্দ গ্রামে যান। এ সময় গ্রামের একটি বাড়ির কাছে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় তিনি গরু চুরি করতে এসেছেন। এরপর স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে তাতিবন্দ রেলওয়ে স্টেশনের কাছে ধরে ফেলে এবং চোর সন্দেহে তার ওপর হামলা চালায়। গণপিটুনির একপর্যায়ে ভোররাতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সাগরের বিরুদ্ধে আগে কোনো চুরির অভিযোগ ছিল কি না—এ বিষয়ে জানতে চাইলে ওসি খইম বলেন, তার বিরুদ্ধে চুরির মামলার কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।