জাতীয় পার্টি, ১৪ দলীয় জোট ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে 'জুলাই ঐক্য'-এর পদযাত্রা পুলিশের বাধার মুখে শেষ হয়েছে।
আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। পরে তাদের একটি প্রতিনিধিদল ইসিতে গিয়ে স্মারকলিপি জমা দেয়।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে 'মার্চ টু ইলেকশন কমিশন' কর্মসূচি শুরু হয়। দুপুরে আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে জুলাই ঐক্যের অর্ধশতাধিক কর্মী সেখানে অবস্থান নেন। তারা জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে নানা স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
পুলিশি বাধার পর জুলাই ঐক্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি জমা দিতে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রবেশ করে। এ সময় বাকিরা ইসলামিক ফাউন্ডেশনের সামনে স্লোগান দেন।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ১৪ জানুয়ারি দেশের সব বিভাগীয় শহরে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করবে 'জুলাই ঐক্য'।
এদিকে, এই কর্মসূচি ঘিরে আগারগাঁওয়ে নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় আনসার, পুলিশ, র্যাব ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।