Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারে চালু ‘মুন অ্যালার্ট’, হটলাইন ১৩২১৯

নিখোঁজ শিশুদের দ্রুত খুঁজে বের করতে ও উদ্ধারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে 'মুন অ্যালার্ট' নামের বিশেষ সেবা চালু করা হয়েছে। ২০২৪ সালে সিলেটে অপহরণের পর নিহত শিশু মুনতাহার স্মরণে এই অ্যালার্ট সিস্টেমের নামকরণ করা হয়েছে।আজ মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে দেশজুড়ে কোনো শিশু নিখোঁজ হলে স...

NP
Published: January 13, 2026, 03:44 PM
নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারে চালু ‘মুন অ্যালার্ট’, হটলাইন ১৩২১৯

নিখোঁজ শিশুদের দ্রুত খুঁজে বের করতে ও উদ্ধারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে 'মুন অ্যালার্ট' নামের বিশেষ সেবা চালু করা হয়েছে। ২০২৪ সালে সিলেটে অপহরণের পর নিহত শিশু মুনতাহার স্মরণে এই অ্যালার্ট সিস্টেমের নামকরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে দেশজুড়ে কোনো শিশু নিখোঁজ হলে সিআইডির টোল ফ্রি হটলাইন নম্বর ১৩২১৯-এ কল করে জানানো যাবে। এ ছাড়া 'মুন অ্যালার্ট' (munalert.org) ওয়েবসাইটেও নিখোঁজ শিশুর তথ্য রিপোর্ট করা যাবে। শিশু নিখোঁজ হওয়ার পরবর্তী তিন ঘণ্টাকে 'গোল্ডেন টাইম' হিসেবে বিবেচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সিআইডি।

অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বলেন, নিখোঁজ শিশুদের উদ্ধারে সিআইডিতে বিশেষ 'মিসিং চিলড্রেন সেল' গঠন করা হয়েছে। অ্যালার্ট জারির সঙ্গে সঙ্গে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নির্দিষ্ট এলাকার মানুষের কাছে বার্তা পৌঁছে যাবে। মেট্রো রেল স্টেশন, এটিএম বুথ ও ব্যাংকের ডিজিটাল স্ক্রিনেও নিখোঁজ শিশুর ছবি ও তথ্য ভেসে উঠবে। এমনকি মসজিদের মাইক ব্যবহার করেও প্রচারের ব্যবস্থা করা হবে।

অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের কনভেনর সাদাত রহমান সংবাদ সম্মেলনে বলেন, ২০২৪ সালে শিশু মুনতাহা নিখোঁজ হওয়ার সাত দিন পর তার লাশ উদ্ধার হয়। তখন থেকেই আমরা ভাবছিলাম, যদি তাৎক্ষণিক কোনো অ্যালার্ট সিস্টেম থাকত, তবে হয়তো তাকে বাঁচানো যেত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনের (এনসিএমইসি) সহযোগিতায় আমরা এই প্রযুক্তিগত কাঠামো দাঁড় করিয়েছি।

যুক্তরাষ্ট্রের অ্যাম্বার অ্যালার্ট, মালয়েশিয়ার নূর অ্যালার্ট বা পাকিস্তানের জয়নাব অ্যালার্টের আদলে বাংলাদেশে 'মুন অ্যালার্ট' কাজ করবে বলে জানান তিনি। তিনি আরও জানান, আগামী মার্চ মাস থেকে মেটার (ফেসবুক) সহায়তায় ফিচারটির ব্যাপ্তি আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি ও সিটি ব্যাংকের এমডি মাশরুর আরেফিন জানান, ব্যাংকিং খাত এই উদ্যোগে সর্বাত্মক সহায়তা করবে। মুন অ্যালার্ট জারি হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের এটিএম বুথের স্ক্রিন এবং শাখার টেলিভিশনে নিখোঁজ শিশুর ছবি ও তথ্য প্রচার করা হবে। সিআইডির সহায়তা পেলে ভবিষ্যতে ব্যাংকগুলোর অর্থায়নে বাস স্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতেও এরকম স্ক্রিন বসানো যেতে পারে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯৯৯-এর সঙ্গে ১৩২১৯ নম্বরটির সমন্বয় করা হবে, যাতে ২৪ ঘণ্টা এই সেবা পাওয়া যায়।

সংবাদ সম্মেলনটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন গণমাধ্যম ও উন্নয়নকর্মী দীপ্তি চৌধুরী। সেখানে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক মো. নুরাননবীসহ আরও উপস্থিত ছিলেন সিআইডি ও অ্যাম্বার অ্যালার্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিটিআরসি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।