Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

মেঘনায় অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে চালানো অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ি।আজ মঙ্গলবার পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম। তিনি বলেন, জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা।আলম জানান, মেঘনা নদীতে অবৈধভাবে জাটকা আহরণের অভিযোগ পাওয়ার পর উপজেলার নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভ...

NP
Published: January 13, 2026, 03:44 PM
মেঘনায় অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে চালানো অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ি।

আজ মঙ্গলবার পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম। 

তিনি বলেন, জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা।

আলম জানান, মেঘনা নদীতে অবৈধভাবে জাটকা আহরণের অভিযোগ পাওয়ার পর উপজেলার নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানের সময় জেলেদের নৌকা থেকে এসব কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল নদীর তীরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলমের নেতৃত্বে এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন হিজলা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. শাহজাদাসহ নৌ পুলিশের একটি দল।

মৎস্য বিভাগ জানিয়েছে, সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

ভবিষ্যতেও জাটকা নিধন ও অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।