Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

মীরসরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, উপজেলার বারিয়ারহাট পৌরবাজারের পাশে ধুমঘাট সেতু এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন বিভাগের একটি চেকপোস্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, শুক্রবার ভোররাত আড়াইটার দিকে বন বিভাগের একটি তল্লাশি চৌকিতে সড়কের পাশে কাঠবোঝাই ট্রাক থেমে ছিল। সে সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সে...

NP
Published: January 11, 2026, 09:28 PM
মীরসরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার বারিয়ারহাট পৌরবাজারের পাশে ধুমঘাট সেতু এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন বিভাগের একটি চেকপোস্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাত আড়াইটার দিকে বন বিভাগের একটি তল্লাশি চৌকিতে সড়কের পাশে কাঠবোঝাই ট্রাক থেমে ছিল। সে সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হন। তারা হলেন—নাফিস আহমেদ (১৬), সাবিকুন নাহার (২৫) ও মিন্টু মিয়া (২৬)।

জাকারিয়া আরও জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া, বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। নাফিস আহমেদের পরিবার এ ঘটনায় মামলা করার পরিকল্পনা করছে।