Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

কুষ্টিয়া সীমান্তে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ সোমবার উপজেলার সীমান্তবর্তী চরচিলমারীর আতারপাড়া মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭-বিজিবির অধিনায়কের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিশেষ অস্থায়ী চেকপোস্টে তল্লাশি পরিচালনার সময় গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায়, সীমান্ত থেকে বাংলাদেশের ১০ গজ ভেতরে আতারপাড়া মাঠ দিয়ে চোর...

NP
Published: January 13, 2026, 03:44 PM
কুষ্টিয়া সীমান্তে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার উপজেলার সীমান্তবর্তী চরচিলমারীর আতারপাড়া মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭-বিজিবির অধিনায়কের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিশেষ অস্থায়ী চেকপোস্টে তল্লাশি পরিচালনার সময় গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায়, সীমান্ত থেকে বাংলাদেশের ১০ গজ ভেতরে আতারপাড়া মাঠ দিয়ে চোরাচালানের মাধ্যমে অবৈধ কিছু বিদেশি অস্ত্র দেশে ঢোকার আশঙ্কা রয়েছে। 

পরে সেখানে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা বস্তা থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি জব্দ করা হয়।

এর আগে গত ১ জানুয়ারি আরেকটি অভিযানে ২টি বিদেশি পিস্তল এবং ৪টি ম্যাগাজিন জব্দ করেন ৪৭-বিজিবির সদস্যরা।

উদ্ধার করা অবৈধ অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দৌলতপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যেকোনো  উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ৪৭-বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।