রাজধানীর জুরাইনে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম ওরফে বাবুল (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
সোমবার রাত ১টার দিকে জুরাইন বালুর মাঠ মুন্সিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহত ইব্রাহিমের স্ত্রী মিনারা বেগম জানান, তাদের বাড়ি ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসিরহাট গ্রামে। ইব্রাহিমের বাবার নাম আনিসুল হক। বর্তমানে তারা কদমতলী থানার জুরাইন মিষ্টির দোকান এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ইব্রাহিম পুরান ঢাকার নবাবপুর মার্কেটে দিনমজুর হিসেবে কাজ করতেন।
তিনি আরও জানান, সোমবার কাজ শেষে রাতে হেঁটে বাসায় ফেরার পথে জুরাইন বালুর মাঠ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন ইব্রাহিম। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদ্-দ্বীন হাসপাতালে নেন। সেখান থেকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী ধরনের যানবাহনের সঙ্গে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শ্যামপুর থানা পুলিশ তদন্ত করছে।