Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

জলবায়ু পরিবর্তন নিয়ে মোবাইল সাংবাদিকতার প্রশিক্ষণ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তন নিয়ে সমাধানমুখী সাংবাদিকতা চর্চা জোরদার করতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কনস্ট্রাকটিভ মোজো ইন ক্লাইমেট চেইঞ্জ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।আজ শনিবার 'মুহা একাডেমি' ও 'এক টাকায় বৃক্ষরোপণ' যৌথভাবে এ আয়োজন করে। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ কনটেন্ট ক্রিয়েটর এবং জলবায়ু বিষয়ে আগ্রহীরা অংশ নেন।মুহা একাডেমির মাস্টার ট্রেইনার সুলাইমান নিলয়ের পরিচালনায় এতে জলবায়ু পরিবর্তন বিষয়ক রিপোর্টিংয়ে কনস্ট্রাকটিভ জার্নালিজম ও মোবাইল জার্নালিজমের ধা...

NP
Published: January 11, 2026, 09:28 PM
জলবায়ু পরিবর্তন নিয়ে মোবাইল সাংবাদিকতার প্রশিক্ষণ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তন নিয়ে সমাধানমুখী সাংবাদিকতা চর্চা জোরদার করতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে কনস্ট্রাকটিভ মোজো ইন ক্লাইমেট চেইঞ্জ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।

আজ শনিবার 'মুহা একাডেমি' ও 'এক টাকায় বৃক্ষরোপণ' যৌথভাবে এ আয়োজন করে। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ কনটেন্ট ক্রিয়েটর এবং জলবায়ু বিষয়ে আগ্রহীরা অংশ নেন।

মুহা একাডেমির মাস্টার ট্রেইনার সুলাইমান নিলয়ের পরিচালনায় এতে জলবায়ু পরিবর্তন বিষয়ক রিপোর্টিংয়ে কনস্ট্রাকটিভ জার্নালিজম ও মোবাইল জার্নালিজমের ধারণা, কৌশল ও ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়। 

প্রশিক্ষণে ভিডিওস্টোরি তৈরির মৌলিক উপাদান—আইডিয়া ডেভেলপমেন্ট, ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজ, ফুটেজ পরিকল্পনা, এ-রোল ও বি-রোল, ইন্টারভিউ, সাউন্ড এবং স্টোরির কাঠামো—ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়। 

একইসঙ্গে সল্যুশন জার্নালিজম মডেল অনুসরণ করে সমস্যার মূল কারণ বিশ্লেষণ, বিদ্যমান উদ্যোগ, প্রমাণ এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরিবেশবাদী সংগঠন 'এক টাকায় বৃক্ষরোপণ' এর সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিন বলেন, 'জলবায়ু পরিবর্তন নিয়ে সংবাদ পরিবেশনে শুধু সংকট নয়, বরং স্থানীয় উদ্যোগ, অভিযোজন কৌশল এবং কার্যকর সমাধানগুলো তুলে ধরাই কন্সট্রাকটিভ সাংবাদিকতার মূল লক্ষ্য। এতে করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ার পাশাপাশি অংশগ্রহণ ও ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হয়।'