Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

‘হাদি হত্যায় জড়িতদের সুনির্দিষ্ট অবস্থান জানা থাকলে ভারতকে বলতে পারতাম ফেরত দিতে’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে তাড়াহুড়া করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। অপরাধীর অবস্থানের সুনির্দিষ্ট তথ্য জানা থাকলে ভারতের সঙ্গে যোগাযোগ সহজ হতো বলেও জানান তিনি।আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'বিচার এমন একটা জিনিস যেটা নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। তবে অবশ্যই আমরা চেষ্টা করবো (আসামিকে) ফেরত নিয়ে আসতে। এখনও আ...

NP
Published: January 11, 2026, 09:28 PM
‘হাদি হত্যায় জড়িতদের সুনির্দিষ্ট অবস্থান জানা থাকলে ভারতকে বলতে পারতাম ফেরত দিতে’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে তাড়াহুড়া করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। অপরাধীর অবস্থানের সুনির্দিষ্ট তথ্য জানা থাকলে ভারতের সঙ্গে যোগাযোগ সহজ হতো বলেও জানান তিনি।

আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'বিচার এমন একটা জিনিস যেটা নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। তবে অবশ্যই আমরা চেষ্টা করবো (আসামিকে) ফেরত নিয়ে আসতে। এখনও আমরা শতভাগ নিশ্চিত করে বলতে পারছি না যে সে ওইখানে আছে!' স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও আমাদের নিশ্চিত করতে পারেনি।'

'আমরা জিজ্ঞাসাবাদে ধারণা পেয়ে়ছি যে, সে (আসামি) হয়তো (সীমান্ত) পার হয়ে গেছে। তার অবস্থানের সুনির্দিষ্ট জায়গা চিহ্নিত করতে পারলে, ভারতকে বলতে পারতাম (আসামিকে) ফেরত দিতে।'

'এছাড়া ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ বজায় আছে। দেখা যাক, এ ব্যাপারে আমরা কতটা অগ্রগতি করতে পারি,' যোগ করেন তিনি।

উপদেষ্টা তৌহিদ আরও বলেন, 'বিচার কখনও নির্দিষ্ট সময়মাফিক হয় না। এটা আদালতের বিষয়। তবে ইতোমধ্যে চার্জশিট জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারের সার্বিক চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি অপরাধীকে বিচারের সম্মুখীন করে শাস্তি দেওয়া যায়।'

বাংলাদেশের সঙ্গে সব দেশের সম্পর্ক ভালো আছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, 'আমাদের পক্ষ থেকে সবার সাথে সম্পর্ক ভালো আছে। নির্বাচন নিয়ে চাপের কোনো প্রয়োজন নেই। সরকার চায় ১২ ফেব্রুয়ারি নির্বাচন করে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে।'

'অন্যান্য দেশ আমাদের সাথে কেমন সম্পর্ক রাখবে সেটা তাদের সিদ্ধান্ত, আমাদের নয়,' যোগ করেন তিনি।

এর আগে সকালে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করাসহ জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা।