রাজধানীর গুলশানের নর্দা এলাকায় এক নারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পানি ঢালার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ।
পুলিশ জানায়, ওই নারীকে চোর সন্দেহে মাদ্রাসা কর্তৃপক্ষ ও কিছু স্থানীয় লোকজন পানি ঢেলে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঘটনার পর তাকে ছেড়ে দেওয়া হয় এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এসি আলী আহমেদ মাসুদ বলেন, আটক ব্যক্তিদের ভিডিও ফুটেজে দেখা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, এখনো ওই নারীকে খুঁজে পাওয়া যায়নি। তাই কোনো মামলা করা হয়নি। তাকে পেলে ওইদিন আসলে কী ঘটেছিল, তা স্পষ্টভাবে বলা যাবে।
তিনি আরও বলেন, তবে আটকরা পুলিশকে জানিয়েছেন, দুই দিন আগে নর্দা এলাকার একটি স্থানীয় মাদ্রাসা থেকে চুরির চেষ্টা করার সময় ওই নারীকে তারা আটক করেন।
আটক ব্যক্তিদের বরাত দিয়ে আহমেদ মাসুদ বলেন, ওই সময় মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিল এবং তাদের পাঞ্জাবিগুলো হ্যাঙ্গারে ঝুলানো ছিল। ওই নারী মাদ্রাসার দ্বিতীয় ও তৃতীয় তলায় গিয়ে পাঞ্জাবির পকেট তল্লাশি করতে শুরু করেন বলে অভিযোগ। কিছু শিক্ষার্থী তাকে দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে তাকে আটক করে।
'সেসময় জিজ্ঞাসাবাদে ওই নারী প্রথমে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানান, তিনি তার মেয়েকে ভর্তি করাতে সেখানে গিয়েছিলেন। মাদ্রাসাটি শুধু ছেলেদের জন্য জানানো হলে তিনি কথা বদলে বলেন, ছেলেকে ভর্তি করাতে এসেছিলেন।'
সহকারী কমিশনার বলেন, ওই নারীকে খুঁজে বের করতে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।