Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

ফটিকছড়িতে উচ্ছেদ অভিযানে হামলায় বন বিভাগের ৪ জন আহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বনভূমিতে উচ্ছেদ অভিযান চালানোর পর স্থানীয়দের হামলায় বন বিভাগের ৪ কর্মকর্তা ও কর্মচারী আহত হয়েছেন।আজ শনিবার সকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নারায়ণহাট রেঞ্জের অন্তর্ভুক্ত ধুইল্লাছড়া এলাকায় সংরক্ষিত বনভূমিতে এ ঘটনা ঘটে।চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আহতরা হলেন—সহকারী বন সংরক্ষক খান মো. আবরারুর রহমান, ফরেস্ট রেঞ্জার মো. বাচ্চু মিয়া, ফরেস্ট গার্ড খন্দকার মাহফুজ আলী এবং এক্সকেভেটর চালক...

NP
Published: January 11, 2026, 09:28 PM
ফটিকছড়িতে উচ্ছেদ অভিযানে হামলায় বন বিভাগের ৪ জন আহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বনভূমিতে উচ্ছেদ অভিযান চালানোর পর স্থানীয়দের হামলায় বন বিভাগের ৪ কর্মকর্তা ও কর্মচারী আহত হয়েছেন।

আজ শনিবার সকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নারায়ণহাট রেঞ্জের অন্তর্ভুক্ত ধুইল্লাছড়া এলাকায় সংরক্ষিত বনভূমিতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন—সহকারী বন সংরক্ষক খান মো. আবরারুর রহমান, ফরেস্ট রেঞ্জার মো. বাচ্চু মিয়া, ফরেস্ট গার্ড খন্দকার মাহফুজ আলী এবং এক্সকেভেটর চালক বিপ্লব।

তাদের প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে বন বিভাগ।

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে বলে সূত্র জানিয়েছে। পরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ডিএফও শফিকুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'শাহ আলম নঈমি ও হারুন মাস্টারের নেতৃত্বে একদল দখলদার নারায়ণহাট রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে পাহাড় কেটে মাদ্রাসার নামে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল। এ কারণে স্থানীয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে বন বিভাগের একটি দল অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে।'

'উচ্ছেদ শেষে ফেরার পথে এলাকায় মাইকে গুজব ছড়ানো হয় যে একটি মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। এরপর প্রাণঘাতী অস্ত্র নিয়ে একদল স্থানীয় বন বিভাগের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় আটকা পড়া ৪ জন বিক্ষুব্ধ জনতার মারধরের শিকার হন,' যোগ করেন তিনি।

ডিএফও শফিকুল আরও বলেন, 'এ ঘটনায় মামলা করা হচ্ছে। এছাড়া তাদের অনুরোধে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে এক্সকেভেটরসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছেন।'