Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

আমাদের ‘টপ প্রায়োরিটি’ এখন নির্বাচন: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আগামী ৪০ দিন যদি আমরা আইনশৃঙ্খলা এবং অন্যান্য বিষয় নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা সম্ভব। আমাদের কাছে এখন টপ প্রায়োরিটি জাতীয় নির্বাচন।আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সময়ে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে অপরাধ খুবই নিয়ন্ত্রণে আছে। ছিনতাইসহ সবদিক দিয়ে অপরাধ খুব কম।সাজ্জা...

NP
Published: January 11, 2026, 09:28 PM
আমাদের ‘টপ প্রায়োরিটি’ এখন নির্বাচন: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আগামী ৪০ দিন যদি আমরা আইনশৃঙ্খলা এবং অন্যান্য বিষয় নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা সম্ভব। আমাদের কাছে এখন টপ প্রায়োরিটি জাতীয় নির্বাচন।

আজ শনিবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সময়ে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে অপরাধ খুবই নিয়ন্ত্রণে আছে। ছিনতাইসহ সবদিক দিয়ে অপরাধ খুব কম।

সাজ্জাত আলী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে পুলিশের মধ্যে ব্যাপক রদবদল লটারির মাধ্যমে করা হয়েছে। তবে মফস্বলের ক্ষেত্রে ভিন্ন। ঢাকার বাস্তবতায় মফস্বল থেকে অফিসার এনে দায়িত্ব দেওয়া জটিল। 

তিনি আরও বলেন, তাই ঢাকার অফিসার ইনচার্জ (ওসি) যারা ছিলেন, কিছু বাদ দিয়ে তাদের ভেতরেই লটারি করে ওসি নিয়োগ দিয়েছি। সে ক্ষেত্রেও দেখা যাচ্ছে, যে সবুজবাগ থানায় ছিলেন তার ভাগ্যে যদি মোহাম্মদপুর পড়ে, সবুজবাগের ওসি হিসেবে যে ধরনের নিয়ন্ত্রণ ক্ষমতা থাকা দরকার, মোহাম্মদপুরে ওইটা দিয়ে চলে না। এই অসুবিধার মধ্যেও অফিসাররা কাজ করে যাচ্ছেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, জানুয়ারি ২১ বা ২২ তারিখে সম্ভবত ক্যাম্পেইন শুরু হবে। তখনই সবচেয়ে বড় জটিলতা হওয়ার কথা। একপক্ষ অন্যপক্ষকে দোষার, এটা-সেটা অভিযোগ আসবে আপনারাও খেয়াল রাখবেন। আমরা নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে চাই।