Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার ছেলে গুরুতর আহত হন।আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজ সংলগ্ন তারামন বিবির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম (৫৮) কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শ্যামপুর ধরলাপাড় এলাকার মহির উদ্দিনের ছেলে। তার আহত ছেলের নাম নাজমুল ইসলাম (২২)।কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জা...

NP
Published: January 14, 2026, 07:58 PM
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার ছেলে গুরুতর আহত হন।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজ সংলগ্ন তারামন বিবির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম (৫৮) কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শ্যামপুর ধরলাপাড় এলাকার মহির উদ্দিনের ছেলে। তার আহত ছেলের নাম নাজমুল ইসলাম (২২)।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বুধবার সকালে নজরুল ইসলাম তার ছেলে নাজমুলকে নিয়ে মোটরসাইকেলে কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে তারামন বিবির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে নজরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত নাজমুলকে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দ্য ডেইলি স্টারকে ওসি জাহাঙ্গীর বলেন, 'নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'