Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

নারায়ণগঞ্জে কারাবন্দি আ. লীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জে কারাবন্দি এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার সকালে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার ফোরকান ওয়াহিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।মৃত হুমায়ুন কবির নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার মৃত চান শরীফ সরদারের ছেলে ও মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন।কারাগারের সুপার ফোরকান ওয়াহিদ বলেন, হুমায়ুন কবির আগেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। সোমবার রাত ৯টার দিকে কারাগারে তার বুকে ব্যথা উঠলে দ্রুত ন...

NP
Published: January 13, 2026, 03:44 PM
নারায়ণগঞ্জে কারাবন্দি আ. লীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জে কারাবন্দি এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার ফোরকান ওয়াহিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত হুমায়ুন কবির নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার মৃত চান শরীফ সরদারের ছেলে ও মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি ছিলেন।

কারাগারের সুপার ফোরকান ওয়াহিদ বলেন, হুমায়ুন কবির আগেই হৃদরোগে আক্রান্ত ছিলেন।
সোমবার রাত ৯টার দিকে কারাগারে তার বুকে ব্যথা উঠলে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। 

তিনি আরও বলেন, ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে হুমায়ুন কবিরকে
হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

গত ১৮ ডিসেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনার একটি মামলায় হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।