Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

মাদারীপুরে কাভার্ড ভ্যানচাপায় নিহত ৩, সড়কে বিক্ষোভ

মাদারীপুর সদর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের দুই নারী যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাজার সংলগ্ন ঢাকা–বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—সদর উপজেলার খামারবাড়ি এলাকার আব্বাস তালুকদারের স্ত্রী কোহিনুর (৩৫), একই এলাকার জাকির তালুকদার স্ত্র...

NP
Published: January 13, 2026, 03:44 PM
মাদারীপুরে কাভার্ড ভ্যানচাপায় নিহত ৩, সড়কে বিক্ষোভ

মাদারীপুর সদর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের দুই নারী যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের তাঁতিবাজার সংলগ্ন ঢাকা–বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন—সদর উপজেলার খামারবাড়ি এলাকার আব্বাস তালুকদারের স্ত্রী কোহিনুর (৩৫), একই এলাকার জাকির তালুকদার স্ত্রী তাসলিমা (৪৬) ও ডাসার উপজেলার পান্থপাড়া এলাকার রুহুল হাওলাদারের ছেলে ভ্যানচালক নয়ন হাওলাদার (২২)। 

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রনি খান নামে ভ্যানের আরেক যাত্রী। 

স্থানীয়দের বরাতে ওসি মামুন আর রশিদ বলেন, বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায়  একজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া আহত আরেক যাত্রী রনি খান (৩৩) হাসপাতালে চিকিৎসাধীন।  

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।