Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

মানিকগঞ্জে হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে ২ আনসার সদস্য আটক

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।আজ সোমবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।আটক দুইজন হলেন—শাহাদত হোসেন ও আবু সাঈদ।পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, রোববার রাতে ব্যাটারিচালিত ভ্যানে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জের বেতিলায় যাচ্ছিলেন। পথে রাত ২টার দিকে ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তারা মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে অবস্থান নেন। সেসময় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য শাহাদত ও আবু স...

NP
Published: January 13, 2026, 03:44 PM
মানিকগঞ্জে হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে ২ আনসার সদস্য আটক

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

আটক দুইজন হলেন—শাহাদত হোসেন ও আবু সাঈদ।

পুলিশ সুপার সারওয়ার আলম বলেন, রোববার রাতে ব্যাটারিচালিত ভ্যানে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জের বেতিলায় যাচ্ছিলেন। পথে রাত ২টার দিকে ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তারা মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে অবস্থান নেন। সেসময় হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্য শাহাদত ও আবু সাঈদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে যায়। 

তিনি বলেন, তারা হাসপাতালের নিচতলায় স্বামীকে রেখে ওই নারীকে দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন দুই আনসার সদস্য। পরে ওই নারী নিচে নেমে বিষয়টি স্বামীকে জানান। এরপর তারা মানিকগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করেন।

পুলিশ সুপার আরও বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম অব্যাহত আছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান ডেইলি স্টারকে বলেন, অভিযুক্ত দুই আনসার সদস্যকে বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তারকে প্রধান করে দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন ডেইলি স্টারকে বলেন, দুই আনসার সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন।