Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

জিআইজেএনের তালিকায় ডেইলি স্টারের ২ অনুসন্ধানী প্রতিবেদন

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজেএন) ২০২৫ সালের শীর্ষ প্রতিবেদনে স্থান পেয়েছে দ্য ডেইলি স্টারে প্রকাশিত দুটি অনুসন্ধানী প্রতিবেদন।সেগুলো হলো— 'যেভাবে দেশব্যাপী নজরদারি ব্যবস্থা গড়ে তুলেছিল আওয়ামী লীগ সরকার' (AL Govt's Secret Surveillance State) ও 'ভয়াবহ নদী দখল: শাহ সিমেন্টের কবলে ধলেশ্বরী ও শীতলক্ষ্যার মোহনা' (A blatant river grab: Confluence of Dhaleshwari and Shitalakkhya under siege from Shah Cement)।প্রথম প্রতিবেদনটি করেছেন ডেইলি স্টারের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট জাইমা ইস...

NP
Published: January 13, 2026, 03:44 PM
জিআইজেএনের তালিকায় ডেইলি স্টারের ২ অনুসন্ধানী প্রতিবেদন

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজেএন) ২০২৫ সালের শীর্ষ প্রতিবেদনে স্থান পেয়েছে দ্য ডেইলি স্টারে প্রকাশিত দুটি অনুসন্ধানী প্রতিবেদন।

সেগুলো হলো— 'যেভাবে দেশব্যাপী নজরদারি ব্যবস্থা গড়ে তুলেছিল আওয়ামী লীগ সরকার' (AL Govt's Secret Surveillance State) ও 'ভয়াবহ নদী দখল: শাহ সিমেন্টের কবলে ধলেশ্বরী ও শীতলক্ষ্যার মোহনা' (A blatant river grab: Confluence of Dhaleshwari and Shitalakkhya under siege from Shah Cement)।

প্রথম প্রতিবেদনটি করেছেন ডেইলি স্টারের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট জাইমা ইসলাম, মোহাম্মদ সুমন ও স্টাফ করেসপন্ডেন্ট মাহমুদুল হাসান। 

প্রতিবেদনে বলা হয়, পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার (এনটিএমসি) যৌথভাবে প্রায় এক হাজার ৩৮২ কোটি টাকার নজরদারি সরঞ্জাম ক্রয় করে। এসব সরঞ্জামের মাধ্যমে তারা দেশব্যাপী ইন্টারসেপশন প্ল্যাটফর্ম গড়ে তোলে।

প্রতিবেদনটি আমদানির তথ্য ও চুক্তিপত্রের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে বছরের পর বছর ধরে এনটিএমসি কীভাবে 'ইন্টিগ্রেটেড ল'ফুল ইন্টারসেপশন সিস্টেম (আইএলআইএস)' নামে দেশব্যাপী একটি অবকাঠামো গড়ে তুলেছে তা অনুসন্ধান করা হয়েছে। এই সিস্টেম সব নাগরিকের ইন্টারনেট ও টেলিকমিউনিকেশন ট্রাফিকের বিপুল তথ্য, অনায়াসেই নজরদারি, বিশ্লেষণ এবং সংরক্ষণ করতে সক্ষম, যা বিভিন্ন সংস্থার মধ্যে তাৎক্ষণিক বা রিয়েল-টাইম কেন্দ্রীয় নজরদারি ব্যবস্থা।

এই প্রতিবেদন প্রকাশের পর সরকার টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ খসড়া করে, যার মাধ্যমে এনটিএমসি বিলুপ্ত করা হয়।

দ্বিতীয় প্রতিবেদনটি করেছেন ডেইলি স্টারের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদ হোসেন। প্রতিবেদনে বলা হয়, শাহ সিমেন্টের একটি কারখানা কীভাবে মুন্সীগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যার মোহনায় প্রায় ২৪ একর জমি দখল করেছে।

এ প্রতিবেদন প্রকাশের পর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অবিলম্বে শাহ সিমেন্টকে কালো তালিকাভুক্ত করার আহ্বান জানায়।

জিআইজেএনের ২০২৫ সালের তালিকায় বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত আটটি প্রতিবেদন স্থান পেয়েছে।