Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

নোয়াখালী-২: এনসিপির প্রার্থী প্রত্যাখ্যান, জামায়াতের প্রার্থী চেয়ে বিক্ষোভ

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী-আংশিক) আসনে জামায়াতে ইসলামীর জোট থেকে মনোনীত প্রার্থী এনসিপির সুলতান জাকারিয়াকে প্রত্যাখ্যান করে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। মানববন্ধন থেকে জামায়াতের মাওলানা সাইয়েদ আহম্মদকে প্রার্থী করার দাবি জানানো হয়।আজ সোমবার দুপুরে সেনবাগ রাস্তার মাথায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা জানান, সুলতান জাকারিয়ার সঙ্গে এলাকায় সাধারণ মানুষের কোনো পরিচয় নেই। তিনি জনসংযোগও করেননি। তাই তাকে প্রার্থী হিসেবে তারা মেনে নিতে রাজি নন। তারা আরও বলেন, জনসমর্থনহীন প্রার্থী চাপানো হল...

NP
Published: January 13, 2026, 03:44 PM
নোয়াখালী-২: এনসিপির প্রার্থী প্রত্যাখ্যান, জামায়াতের প্রার্থী চেয়ে বিক্ষোভ

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী-আংশিক) আসনে জামায়াতে ইসলামীর জোট থেকে মনোনীত প্রার্থী এনসিপির সুলতান জাকারিয়াকে প্রত্যাখ্যান করে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। মানববন্ধন থেকে জামায়াতের মাওলানা সাইয়েদ আহম্মদকে প্রার্থী করার দাবি জানানো হয়।

আজ সোমবার দুপুরে সেনবাগ রাস্তার মাথায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, সুলতান জাকারিয়ার সঙ্গে এলাকায় সাধারণ মানুষের কোনো পরিচয় নেই। তিনি জনসংযোগও করেননি। তাই তাকে প্রার্থী হিসেবে তারা মেনে নিতে রাজি নন। 

তারা আরও বলেন, জনসমর্থনহীন প্রার্থী চাপানো হলে ভোটাররা কেন্দ্রে যাবেন না। সাইয়েদ আহম্মদকে জামায়াতের প্রার্থী হিসেবে দেখতে চান তারা।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে মিছিল বের করেন। এ সময় ফেনী-নোয়াখালী মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। 

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির জেলা সমন্বয়ক তুহিন ইমরান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের প্রার্থী সুলতান জাকারিয়ার যোগ্যতা নিয়ে কারও কোনো প্রশ্ন নেই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন। তবে স্থানীয় ভোটার ও লোকজনের সঙ্গে তার ভালো জানা-শোনা নেই।'

তিনি আরও বলেন, 'সুলতান জাকারিয়া এনসিপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। দলের ও জোটগত সিদ্ধান্তেই তাকে প্রার্থী করা হয়েছে।'

জামায়াতের সাইয়েদ আহাম্মদ ডেইলি স্টারকে বলেন, 'সাধারণ জনতার ব্যানারে কে বা কারা ওই বিক্ষোভ করেছেন, তা আমি জানি না। এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই।'

নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার ডেইলি স্টারকে বলেন, 'এনসিপির লোকজন বিক্ষোভ সমাবেশ করেছেন। কারণ তারা চান না জামায়াতের প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করুক।'

তিনি আরও বলেন, 'বিষয়টি জানার পর আমি জামায়াতের সাইয়েদ আহম্মদকে দ্রুত তার প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছি। আমাদের জোটগত সিদ্ধান্ত হয়েছে নোয়াখালী-২ ও ৬ আসনে জামায়াতের প্রার্থিতা প্রত্যাহার করে এনসিপির পক্ষে কাজ করবে।'