মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত বাংলাদেশি শিশু হুজাইফা আফনানের মাথার ভেতরে আটকে থাকা গুলিটি বের করা যায়নি। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।
হুজাইফার চাচা মো. শওকত জানান, রোববার গভীর রাতে চিকিৎসকেরা শিশুটির সিটি স্ক্যান এবং পরে অস্ত্রোপচার করা হয়। তবে তারা গুলিটি বের করতে পারেননি।
হুজাইফাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিকিৎসকেরা পরিবারকে জানিয়েছেন, শিশুটির অবস্থা অত্যন্ত গুরুতর এবং এই মুহূর্তে গুলিটি বের করার চেষ্টা করলে তা প্রাণঘাতী হতে পারে।
এর আগে কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্ত এলাকায় মিয়ানমারের আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলাকালে শিশুটি গুলিবিদ্ধ হয়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত আনুমানিক রাত ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়ে রোববার সকাল প্রায় ১০টা পর্যন্ত মিয়ানমারের টোটার দ্বীপ, হোয়াইক্যং ইউনিয়ন সীমান্তসংলগ্ন অঞ্চলে চলতে থাকে।
সংঘর্ষের এক পর্যায়ে সীমান্তের ওপার থেকে ছোড়া একটি গুলি এসে ১২ বছরের শিশু হুজাইফার মাথায় লাগে। সে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ এলাকার বাসিন্দা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আলোক বিশ্বাস রোববার দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত শিশুটিকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।