Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

আত্রাই নদী থেকে ২ মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদীতে ভাসতে থাকা দুই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার উপজেলার দল্লা বানিয়াখাড়ী গ্রামের লক্ষ্মীতলা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুন নবী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মাছ ধরতে যাওয়া কয়েকজন স্থানীয় ব্যক্তি নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।ওসি বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।'নিহতদের একজনের বয়স আনুমানিক ২৪ বছর এবং অন্যজনের বয়...

NP
Published: January 13, 2026, 03:44 PM
আত্রাই নদী থেকে ২ মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদীতে ভাসতে থাকা দুই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার উপজেলার দল্লা বানিয়াখাড়ী গ্রামের লক্ষ্মীতলা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুন নবী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মাছ ধরতে যাওয়া কয়েকজন স্থানীয় ব্যক্তি নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

ওসি বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।'

নিহতদের একজনের বয়স আনুমানিক ২৪ বছর এবং অন্যজনের বয়স প্রায় ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। দুজনের পরনেই ছিল ট্রাউজার, কালো শার্ট ও কালো জ্যাকেট।

আজ বিকেল ৪টা নাগাদ মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।

নিহতদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানার চেষ্টা বলেও জানান ওসি।