Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

সোমালিয়ার অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন

সোমালিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো–অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ২২তম বিশেষ অধিবেশনে এই সমর্থন জানানো হয়।আজ এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। অধিবেশনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তথাকথিত 'সোমালিল্যান্ড'কে ইসরায়েলের স্বীকৃতির নিন্দা ও প্রত্যাখ্যান জানানোর জন্য ওআইসির প্রতি আহ্বান জানান। তিনি সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন জানাতে ওআইসিকে জো...

NP
Published: January 11, 2026, 09:28 PM
সোমালিয়ার অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন

সোমালিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কো–অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ২২তম বিশেষ অধিবেশনে এই সমর্থন জানানো হয়।

আজ এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। অধিবেশনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তথাকথিত 'সোমালিল্যান্ড'কে ইসরায়েলের স্বীকৃতির নিন্দা ও প্রত্যাখ্যান জানানোর জন্য ওআইসির প্রতি আহ্বান জানান। তিনি সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন জানাতে ওআইসিকে জোরালো অবস্থান নেওয়ার অনুরোধ করেন।

তৌহিদ হোসেন বলেন, ওআইসি সদস্যরাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষায় বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, সদস্যরাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপস করা হবে না। বেআইনি কোনো সমঝোতা বরদাশত করা হবে না এবং জবরদস্তির বদলে ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনই প্রাধান্য পাবে।

ইসরায়েলের 'সোমালিল্যান্ড' স্বীকৃতির প্রভাব এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়টি আলোচনার জন্যই ওআইসির এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল।

এর আগে সকালে ওআইসি সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ অধিবেশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়।