Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।মাহমুদুর রহমান মান্নার আইনজীবী সৈয়দ মামুন মাহবুব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে যাচাই-বাছাইয়ে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন তিনি।শুনানি শেষে নির্বাচন ভবনে ম...

NP
Published: January 11, 2026, 09:28 PM
বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মাহমুদুর রহমান মান্নার আইনজীবী সৈয়দ মামুন মাহবুব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে যাচাই-বাছাইয়ে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন তিনি।

শুনানি শেষে নির্বাচন ভবনে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, এর আগেও আমি বগুড়া থেকে নির্বাচন করেছি। আমার বিরোধিতা করতে গিয়ে যে 'মবক্রেসি' করা হয়েছে, তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে। 

তিনি বলেন, জেলা প্রশাসক বিচলিত হয়ে পরিস্থিতি সামাল দিতে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠানোই ভালো মনে করেছেন। এছাড়া মনোনয়ন বাতিলের কোনো কারণ ছিল না।

মান্না আরও বলেন, নির্বাচন কমিশন যোগ্যতার পরিচয় দিয়েছে।