Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে নির্বাচন গুরুত্বপূর্ণ: ইইউ পর্যবেক্ষক

ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম)।আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইইউ ইওএমের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইয়াবস।ইভার্স ইয়াবস বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়, সেটি অত্যন্ত জরুরি।ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকেরা নির্বাচনী প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবে...

NP
Published: January 11, 2026, 09:28 PM
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে নির্বাচন গুরুত্বপূর্ণ: ইইউ পর্যবেক্ষক

ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম)।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইইউ ইওএমের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইয়াবস।

ইভার্স ইয়াবস বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়, সেটি অত্যন্ত জরুরি।

ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকেরা নির্বাচনী প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বাড়াতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, ২০০৮ সালের পর এবার প্রথম বাংলাদেশে পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। মিশনের ১১ সদস্যের একটি কোর টিম গত সপ্তাহে বাংলাদেশে এসেছে এবং ৫৬ সদস্যের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দল আজ দেশে পৌঁছানোর কথা।

এ ছাড়া, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এর কয়েক দিন আগে অন্তত ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন।

এর পাশাপাশি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশের কূটনীতিক এবং কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রতিনিধিদের নিয়ে একটি পৃথক প্রতিনিধিদলও নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত হবে।

ইয়াবস বলেন, এই নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মাধ্যমে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের অংশীদারত্বের গুরুত্ব আবারও তুলে ধরা হলো।