Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

ইসির আপিল শুনানির প্রথম দিনে বৈধ ৫১ প্রার্থী, বাতিল ১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনের আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন। আগের বাছাইয়ে বৈধ একজনের মনোনয়ন বাতিল হয়েছে।আজ শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, 'গতকাল পর্যন্তও আমরা আপিল পেয়েছি। আজ প্রথম দফার আপিল শুনানি করেছি।'তিনি জানান, আজ শুনানি হওয়া ৭০টি আপিলের মধ্যে ১৫টি বাতিল করা হয়েছে এবং তিনটি মুলতবি রাখা হয়েছে। এর মধ্যে একটি ছিল মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে।তিনি আরও বলেন, 'মুলতবি থাকা আপিলগুলোর মধ্যে একটি আগা...

NP
Published: January 11, 2026, 09:28 PM
ইসির আপিল শুনানির প্রথম দিনে বৈধ ৫১ প্রার্থী, বাতিল ১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথম দিনের আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫১ জন। আগের বাছাইয়ে বৈধ একজনের মনোনয়ন বাতিল হয়েছে।

আজ শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, 'গতকাল পর্যন্তও আমরা আপিল পেয়েছি। আজ প্রথম দফার আপিল শুনানি করেছি।'

তিনি জানান, আজ শুনানি হওয়া ৭০টি আপিলের মধ্যে ১৫টি বাতিল করা হয়েছে এবং তিনটি মুলতবি রাখা হয়েছে। এর মধ্যে একটি ছিল মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে।

তিনি আরও বলেন, 'মুলতবি থাকা আপিলগুলোর মধ্যে একটি আগামীকাল শুনানি হবে। আর বাকি দুটির শুনানি হবে ১৬ জানুয়ারি।'

ইসির তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র যাচাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে মোট ৬৪৫টি আপিল করা হয়েছে।

মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী ও তাদের প্রতিনিধিরা শুনানিতে অংশ নেন। ঢাকার আগারগাঁওয়ে ইসি অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব শুনানি অনুষ্ঠিত হয়।

আজ শুরু হওয়া এ আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন প্রায় ২৮০ জন প্রার্থীর আপিল শুনানির পরিকল্পনা করেছে ইসি।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে।