Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

বনশ্রীতে স্কুলশিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে এক স্কুলশিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের 'প্রীতম ভিলা' থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফাতেমা আক্তার নিলি রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফয়েজ ইকবাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। পুলিশ খবর পায় বিকেল ৫টার দিকে। হত্যাকাণ্ডটি এক বা দুই ঘণ্টা আগে হতে পা...

NP
Published: January 11, 2026, 09:28 PM
বনশ্রীতে স্কুলশিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে এক স্কুলশিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের 'প্রীতম ভিলা' থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফাতেমা আক্তার নিলি রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফয়েজ ইকবাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। পুলিশ খবর পায় বিকেল ৫টার দিকে। হত্যাকাণ্ডটি এক বা দুই ঘণ্টা আগে হতে পারে। ঘটনার সময় নিহতের মা-বাবা বাড়িতে ছিলেন না। তারা গত ৭ জানুয়ারি হবিগঞ্জে গ্রামের বাড়িতে যান। আর তার বড় বোন বাইরে ছিলেন।  

এডিসি ফয়েজ ইকবাল জানান, নিহতের মোবাইল ফোন পাওয়া যায়নি এবং বাড়ির দরজা খোলা থাকায় পুলিশ এটি হত্যা মামলা হিসেবে দেখছে।

তিনি আরও বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।