গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডে আড়াই হাজার মণের বেশি পাট পুড়ে গেছে।
আজ শনিবার ভোররাত আড়াইটার দিকে মুকসুদপুর সরকারি টিএন্ডটি অফিসের সামনে একটি পাটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গুদামের মালিক সুনিল সাহা জানান, আগুনে প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা, পুড়ে যাওয়া পাটের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
মুকসুদপুর ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তাদের দীর্ঘ প্রচেষ্টার পর আজ সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভোররাত পৌনে ৩টার দিকে আমরা অগ্নিকাণ্ডের সংবাদ পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করি এবং প্রায় আধা ঘণ্টার মধ্যে বড় আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে নির্বাপণ কার্যক্রম শুরু করা হয়।'
তিনি বলেন, 'মুকসুদপুর ও কাশিয়ানী ফায়ার স্টেশনের চারটি ইউনিট যৌথভাবে কাজ করেছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশের একটি ঘর থেকে বিড়ির আগুনের মাধ্যমে আগুন ছড়িয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন।'
ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনিল সাহা সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে তিনি শুক্রবার রাত ৮টার দিকে গুদাম বন্ধ করে বাড়িতে চলে যান। পরে আগুন লাগার খবর পান।
তিনি বলেন, 'আমার নিজের ১ হাজার ৮০০ মণ, নির্মল বিশ্বাসের ৩০০ মণ এবং একরাম মিয়ার ৫০০ মণ পাট পুড়ে গেছে। আমি সর্বস্বান্ত হয়ে গেলাম।'