Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

দুই ভাইয়ের বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাই নিহত

পটুয়াখালীর আমতলীতে দুই ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাই জহিরুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।উপজেলার হলদিয়া ইউনিয়নে আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মুনসুর সিকদারকে (৪০) আটক করেছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী শেফালি বেগমকেও থানায় আনা হয়েছে। পুলিশ ও স...

NP
Published: January 11, 2026, 09:28 PM
দুই ভাইয়ের বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাই নিহত

পটুয়াখালীর আমতলীতে দুই ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচাতো ভাই জহিরুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

উপজেলার হলদিয়া ইউনিয়নে আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন। 

তিনি বলেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মুনসুর সিকদারকে (৪০) আটক করেছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী শেফালি বেগমকেও থানায় আনা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুনসুর সিকদার ও তার ভাই ফরিদ সিকদারের মধ্যে ২৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি। 

প্রতক্ষ্যদর্শীদের ভাষ্য, ঘটনার সময় মুনসুর সিকদার ধারালো ছুরি নিয়ে ফরিদ সিকদারকে ধাওয়া করেন। এ সময় বাধা দিতে গেলে তিনি চাচাতো ভাই জহিরুল ইসলামকে ছুরিকাঘাত করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জরুরি বিভাগের চিকিৎসক রাশেদ মাহমুদ ডেইলি স্টারকে বলেন, নিহত জহিরুলের বাম পাজরে ধারালো ছুরির আঘাত রয়েছে। হাসপাতালে আনার আগেই জহিরুলের মৃত্যু হয়।

নিহতের স্ত্রী নুপুর বেগম বলেন, 'আমার স্বামী নিরপরাধ ছিল। সে শুধু বিরোধ থামাতে গিয়েছিল। আমি এ ঘটনার বিচার চাই।' 

ওসি জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।