স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বীর হত্যার ঘটনায় পুলিশ 'প্রাইম শুটার'সহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, 'প্রাইম শুটার' জিনাত ও সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে।
গত ৭ জানুয়ারি রাতে রাজধানীর কাজী নজরুল অ্যাভিনিউয়ে স্টার হোটেলের কাছে আজিজুর রহমান মুসাব্বীরকে গুলি করা হয়।
গুলিবিদ্ধ মুসাব্বীরকে উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান বলে জানায় পুলিশ।