Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।এ দুর্ঘটনায় এখনো একজন নিখোঁজ আছেন এবং আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।নিহতরা হলেন—আমজাখালি এলাকার বাসিন্দা জসির আলমের ছেলে ও ট্রলারে নাবিক এহসান (২৫) এবং আলী আকবর ডেইল এলাকার বাসিন্দা লেরু।এছাড়া নিখোঁজ মো. ফয়সাল (১২) একই এলাকার মাহামুল করিমের ছেলে।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, ট্রলারডুবির পর দুই জেলের মরদেহ উদ্ধার করা হ...

NP
Published: January 11, 2026, 09:28 PM
বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ দুর্ঘটনায় এখনো একজন নিখোঁজ আছেন এবং আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন—আমজাখালি এলাকার বাসিন্দা জসির আলমের ছেলে ও ট্রলারে নাবিক এহসান (২৫) এবং আলী আকবর ডেইল এলাকার বাসিন্দা লেরু।

এছাড়া নিখোঁজ মো. ফয়সাল (১২) একই এলাকার মাহামুল করিমের ছেলে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ট্রলারডুবির পর দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন জেলে এখনো নিখোঁজ এবং উদ্ধার অভিযান চলছে।

তিনি জানানা, দুর্ঘটনা স্থান কোস্ট থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে।

প্রত্যক্ষদর্শীদের মতে, জেলেরা মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর অন্য একটি ট্রলার আটজনকে উদ্ধার করেছে।

স্থানীয় ও জেলেরা জানান, শুক্রবার ভোররাত ৩টার দিকে মাছ ধরার সময় ট্রলারটি ডুবে যায়। ট্রলারে মোট ১১ জন ছিলেন। দুর্ঘটনার পরে আটজনকে আহত অবস্থায় উদ্ধার হলেও তিনজন নিখোঁজ ছিলেন। পরে সকালে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু ১২ বছর বয়সী ফয়সালের সন্ধান মেলেনি।

ট্রলারের মালিক মো. কামাল সওদাগর বলেন, তার ট্রলার নিয়মিত সমুদ্রে মাছ ধরে এবং তিনি এখনো দুর্ঘটনার কারণ জানেন না।

তিনি জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য অভিযান চলমান আছে।