আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙ্গামাটির ২১৩ ভোটকেন্দ্রের মধ্যে ২০টি দুর্গম এলাকায়।
এই দুর্গম কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মীদের আনা-নেওয়া করা হবে হেলিকপ্টারে।
রাঙ্গামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, এসব ভোটকেন্দ্রের বেশিরভাগ মোবাইল নেটওয়ার্কের বাইরে হওয়ায় ভোটের ফল পেতেও দেরি হয়।
নির্বাচন অফিস জানায়, রাঙ্গামাটির ১০ উপজেলার মধ্যে দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০, নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ ও হিজরা ২ জন।
দুর্গম ২০টি ভোটকেন্দ্রের মধ্যে বাঘাইছড়িতে ৬টি, বরকল উপজেলায় ২টি, জুড়াছড়িতে ৭টি ও বিলাইছড়িতে ৫টি।
জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, 'গতবারের চেয়ে এবার দুটি কেন্দ্র বেড়ে ২০টি হয়েছে। এসব দুর্গম ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামসহ সংশ্লিষ্ট জনবল হেলিকপ্টারে আনা-নেওয়া করা হবে।'