Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

রাঙ্গামাটির দুর্গম ২০ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পরিবহন হবে হেলিকপ্টারে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙ্গামাটির ২১৩ ভোটকেন্দ্রের মধ্যে ২০টি দুর্গম এলাকায়।এই দুর্গম কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মীদের আনা-নেওয়া করা হবে হেলিকপ্টারে।রাঙ্গামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, এসব ভোটকেন্দ্রের বেশিরভাগ মোবাইল নেটওয়ার্কের বাইরে হওয়ায় ভোটের ফল পেতেও দেরি হয়।নির্বাচন অফিস জানায়, রাঙ্গামাটির ১০ উপজেলার মধ্যে দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে মোট ভোটার ৫...

NP
Published: January 11, 2026, 09:28 PM
রাঙ্গামাটির দুর্গম ২০ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পরিবহন হবে হেলিকপ্টারে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙ্গামাটির ২১৩ ভোটকেন্দ্রের মধ্যে ২০টি দুর্গম এলাকায়।

এই দুর্গম কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মীদের আনা-নেওয়া করা হবে হেলিকপ্টারে।

রাঙ্গামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, এসব ভোটকেন্দ্রের বেশিরভাগ মোবাইল নেটওয়ার্কের বাইরে হওয়ায় ভোটের ফল পেতেও দেরি হয়।

নির্বাচন অফিস জানায়, রাঙ্গামাটির ১০ উপজেলার মধ্যে দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০, নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ ও হিজরা ২ জন। 

দুর্গম ২০টি ভোটকেন্দ্রের মধ্যে বাঘাইছড়িতে ৬টি, বরকল উপজেলায় ২টি, জুড়াছড়িতে ৭টি ও বিলাইছড়িতে ৫টি।

জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, 'গতবারের চেয়ে এবার দুটি কেন্দ্র বেড়ে ২০টি হয়েছে। এসব দুর্গম ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামসহ সংশ্লিষ্ট জনবল হেলিকপ্টারে আনা-নেওয়া করা হবে।'