Thursday, Jan 15, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

এক্সপ্রেসওয়েতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।আজ শুক্রবার সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মতিউর রহমান (৫০) ও সোহেল রানা (৫০)। তাদের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বাসচাপায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত আরেক আরোহীকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।&...

NP
Published: January 11, 2026, 09:28 PM
এক্সপ্রেসওয়েতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—মতিউর রহমান (৫০) ও সোহেল রানা (৫০)। তাদের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাসচাপায় ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত আরেক আরোহীকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক ডেইলি স্টারকে বলেন, দুর্ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।